• রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩ ইটভাটায় অভিযান

নিজস্ব প্রতিদেক / ৩০১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্বিতীয় দিনের অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ ইট ও ইটভাটার অধিকাংশ ধ্বংস করে দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সারাদিন দুর্গম এলাকায় বিরতিহীন এ অভিযান চালানো হয়।

অভিযানে নাইক্ষ্যংছড়ির রেজুপাড়ার হায়দার আলীর মালিকানাধীন এইচকেবি ব্রিক্স এর ৬ লাখ ইট, পাট্টাজিরি এলাকার আসিফ মোঃ সাইফুল ও শহিদুল এর মালিকানাধীন এসএইচবি ব্রিক্স এর দেড় লাখ ইট, সাজু বড়ুয়া ও হোসাইন এর মালিকানাধীন গর্জনিয়া এইচএসবি ব্রিক্স এর ৭০ হাজার ইট ধ্বংস করা হয়েছে।

এসব অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিকুর রহমান সবুজ। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদাসহ র্যার, পুলিশ ও ফায়ার ব্রিগেড এর সদস্যরা অভিযানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন