কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে শখ করে মাছ ধরতে গিয়ে সমুদ্রে ভেসে যায় বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম বাবু (১৮)।
সায়েম বাবুকে শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ইমামের ডেইল খালে মৃত অবস্থায় পাওয়া যায়। শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইনানী সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় হাবিবুল আবছারের মরদেহ পাওয়া যায়।
সায়েমের মামা এম এ আজিজ বলেছেন, “ভিন্ন ভিন্ন জায়গা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের জানাজা সম্পন্ন হয়েছে।”
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানিয়েছেন, কয়েকজন কিশোর শখ করে সমুদ্রে মাছ ধরতে যায়। এ সময় পানির তীব্র স্রোতে পড়ে যায় হাবিবুল আবছার ও সায়েম বাবু। পরে তাদের মরদেহ পাওয়া যায়।