• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

প্রায় ১১ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

উখিয়ার পালংখালী ফারিরবিল সীমান্ত দিয়ে দুজন চোরাকারবারি মিয়ানমার থেকে বাংলাদেশে আনছিলো মরণ নেশা ইয়াবার বিশাল চালান।

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। এসময় চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে দৌঁড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো থেকে ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২ টায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন- পলায়নরত চোরাকারবারিদের আটকের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পালানো চোরাকারবারিদের পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের আটক করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন