কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের জেল গেইট এলাকায় পুলিশ লাইনের সীমানার পাশে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে গত একমাস ধরে এক অসহায় পরিবারের উপর ভয়াবহ অত্যাচার নির্যাতন চালাচ্ছে আনছার উল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ। সন্ত্রাসীরা প্রায় প্রতিদিন দফায় দফায় হামলা চালাচ্ছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি বর্ষণ ও হুমকি ধমকি নিত্যদিনের ব্যাপার। এ অবস্থায় স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে আতঙ্ক নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রুমা আক্তার।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নতুন জেল গেইট এলাকার মোহাম্মদ আলমগীরের স্ত্রী রুমা আক্তার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, সেনাবাহিনী, কক্সবাজার সদর থানা সহ প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করে সাংবাদিকদের জানান, গত ২৫/০৯/২০১৭ ইং তারিখ ৪১৩ নং রেজিস্ট্রার্ড নোটারী পাবলিক মূলে কক্সবাজার তারাবনিয়ারছড়া নিবাসী জয়নাল আবেদীনের পুত্র গোলাম কাদের থেকে নতুন জেল গেইট এলাকায় পুলিশ লাইনের পূর্ব পাশের সীমানা দেয়াল ঘেঁষে ২৫ শতক স্বত্ব দখলীয় জমি কিনে তাতে গাছপালা রোপণ করে বসতবাড়ি তৈরি করে স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন।
কিন্তু দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইন শৃংখলা বাহিনীর দুর্বলতার সুযোগে একাধিক মামলার আসামি জেল গেইট এলাকার রহিম উল্লাহর পুত্র আনছার উল্লাহর নেতৃত্বে সাজ্জাদ, শাকিল, সাদ্দাম, নজু মিয়া, রহিম উল্লাহ, আবদুর রহিম গুরা পুতু, একরাম, মিজান, ছৈয়দ করিম, রাকিবসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে। বাহিনীর নেপথ্যে ভূমিকা রাখছেন আওয়ামীলীগের দোসর এক সন্ত্রাসী গডফাদার।বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে চুরি, ছিনতাই, অপহরণ, মারধর, লুটপাট, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।
এর ধারাবাহিকতায় আনছার উল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২১ অক্টোবর রুমা আক্তারের বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় আনসার উল্লাহর নেতৃত্বে সন্ত্রাসীরা গত ২৬ অক্টোবর বিকালে অবৈধ অস্ত্র শস্ত্র, দা, কিরিচ নিয়ে হামলা চালিয়ে মারধর ও লুটপাট চালায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু সন্ত্রাসীদের অত্যাচার বন্ধ হয়নি। দফায় দফায় তারা হামলার চেষ্টা করে আসছে। সন্ত্রাসীরা যেকোন সময় ঘরবাড়ি দখল করে নিবে, হত্যা করবে নয়তো মিথ্যা মামলায় জড়াবে বলেও হুমকি দিচ্ছে ।
গত ১৯ নভেম্বর রাত ১১টা থেকে পরদিন ২০ নভেম্বর দুপুর পর্যন্ত সন্ত্রাসীরা কয়েক দফা হামলা চালিয়ে প্রকাশ্যে ফাঁকা গুলি বর্ষণ করে আতংক সৃষ্টি করে। সন্ত্রাসীদের হাতে তাঁরা একপ্রকার অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এমনকি তাদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে রুমা আক্তারের স্বামী একপ্রকার ঘরছাড়া। অপরদিকে স্কুল পড়ুয়া ৩ সন্তান নিয়ে রুমা আক্তার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন